নেত্রকোনায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান তিন প্রার্থীকে জনতার মুখোমুখি করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম।
মঙ্গলবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটায় জেলা শহরের বড় পুকুরপাড় উদীচী কার্যালয়ে প্রার্থী ও জনতার মুখোমুখি নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সদর উপজেলায় তিনজন নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার (হাঁস), নাঈম সুলতানা লিবন (ফুটবল) ও শিল্পী ভট্টাচার্য্য (কলস)।
স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আস্থা নামের প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় এই রকম ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এতে জেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন যুব সমাজ, তরুণ প্রজন্ম। তারা প্রার্থীদেরকে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি করে।
প্রার্থীরা ভোটারদের মাঝে দেয়া প্রতিশ্রুতির মতো নিজস্ব ভঙ্গিতে উত্তর দিয়েছেন। পাশাপাশি প্রার্থীরা এক ধরনের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
জেলার যুব সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শিক্ষা সংস্কৃতিসহ সকল বিষয় ওঠে আসে। প্রত্যেকেই তারা স্ব স্ব অবস্থান থেকে জনগণের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলা সদরের ভোট হবে আগামী ২১ মে। মোট ১২৩ টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১২ টি ইউনিয়নের ৩ লাখ ১৪ হাজার ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।