জীবন সুরক্ষায় হেলমেট বিতরণ করল পুলিশ

সড়ক দুর্ঘটনা থেকে নিজেদের জীবন রক্ষায় ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হলেও নিয়ম-নীতির তোয়াক্কা করেননি অধিকাংশ যানবাহন চালকরা। এর ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জীবনও গেছে অনেকের।

এমন অবস্থা থেকে রক্ষায় এবার দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের বিনামূল্যে হেলমেট তুলে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশের উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তারপরও যানবাহন চালকরা ট্রাফিক আইন মানেন না। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। সবাই সচেতন হলে জীবন ভাল থাকবে। আমরা শুধু পুলিশের দোষ ধরি। যা আসলেই ঠিক না।

এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন বাঁচাতে এবং পরিবারকে সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। এ কারণে জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।